Champions League : বায়ার্নের বিরুদ্ধে কি খেলবেন এমবাপে?

author-image
Harmeet
New Update
Champions League : বায়ার্নের বিরুদ্ধে কি খেলবেন এমবাপে?
নিজস্ব সংবাদদাতা: উয়েফা চ্যাম্পিয়ন্স লীগকে কেন্দ্র করে পারদ চড়ছে উত্তরোত্তর। প্যারিসে পিএসজির বিরুদ্ধে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। দুই দলেই তারকার ছড়াছড়ি। কারা থাকতে পারেন প্রথম একাদশে, এ ব্যাপারে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে আলোচনা। প্রশ্ন রয়েছে কিলিয়ান এমবাপেকে কেন্দ্র করে। কারণ, সম্প্রতি চোটের কবলে পড়েছিলেন কিলিয়ান। বায়ার্নের বিরুদ্ধে নিশ্চিত কি না সেটা এখনই বলা যাচ্ছে না। যদিও পিএসজি কোচ ক্রিস্টোফ গালটিয়ার জানিয়েছেন, অনুশীলনে এমবাপেকে যথেষ্ট ইতিবাচক দেখিয়েছে। অনুশীলনের পরেও উদ্বেগজনক কিছু মনে হয়নি।