New Update
/anm-bengali/media/post_banners/cztJGT59vvjVG69dlYDD.jpg)
সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: পূর্ণ বয়স্ক ১২ ফুট লম্বা পাইথন উদ্ধার করা হল জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ি থেকে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘিস নদীর স্রোতে বিশাল এই পাইথনটিকে ভাসতে দেখে স্থানীয় কিছু যুবক। এরপর সেটিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে। খবর পেয়ে ঘিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের রাসেল সরকার, হজরত আলি, সইদার রহমান প্রমুখ নদী পাড়ে গিয়ে পাইথনটিকে উদ্ধার করে বন দপ্তরের তারঘেরা রেঞ্জ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন। এরপর বনকর্মীরা পাইথনটি সুস্থ থাকায় সেটিকে তারঘেরার জঙ্গলে ছেড়ে দিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us