নিজস্ব সংবাদদাতা: গুপ্তচর বেলুন নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধের কারণে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা নিয়ে উদ্বেগের সৃষ্টি হওয়ায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে,তাইওয়ান তার আশেপাশে চীনের কাছ থেকে কোনও নজরদারি বেলুন দেখতে পায়নি। গত ৪ই ফেব্রুয়ারি দক্ষিণ ক্যারোলিনায় চীনা গুপ্তচর বেলুন ভূপাতিত করে মার্কিন সামরিক বাহিনী।