নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার রাশিয়ার বেসরকারী সামরিক গোষ্ঠী ওয়াগনারের দাবির প্রতিধ্বনি দিয়েছে যে পূর্ব ইউক্রেনের বাখমুতের নিকটবর্তী ক্রাসনা হোরা গ্রামটি দখল করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, "দোনেৎস্কের নির্দেশে আক্রমণকারী বাহিনীর স্বেচ্ছাসেবকরা দক্ষিণের সৈন্যদের আর্টিলারি সহায়তায় দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের ক্রাসনা হোরা বসতিকে মুক্ত করেছে।"