নিজস্ব সংবাদদাতা: ভারতীয় উপকূলরক্ষী বাহিনী অপারেশনাল এলাকায় মোতায়েনের জন্য আরও ৯ টি মেড ইন ইন্ডিয়া এএলএইচ ধ্রুব হেলিকপ্টারের অর্ডার দিতে চলেছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান রাকেশ পাল জানিয়েছেন, ১৯টি সিঙ্গেল ইঞ্জিন হেলিকপ্টারের পরিবর্তে কেবল এএলএইচ হেলিকপ্টার ব্যবহার করা হবে।