New Update
/anm-bengali/media/post_banners/3PEWQiZ85pxfIEGluTkM.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ বাজেট অধিবেশনের প্রথম অংশের শেষ দিন। আজও বাজেট অধিবেশনে ফের কেন্দ্রকে আদানি ইস্যুতে আক্রমণের লক্ষ্যে কংগ্রেস। কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে এই বিষয়ে বলেন, "যেহেতু আজ সংসদে শেষ দিন (বাজেট অধিবেশনের প্রথম অংশ), তাই আমরা আলোচনা করব কিভাবে আমরা আদানি ইস্যুর সমাধান করতে পারি। অন্যান্য দলের নেতাদের মতামতও চাইব"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us