ফিট শুভমন, ফিরছেন কেকেআর এ

author-image
Harmeet
New Update
ফিট শুভমন, ফিরছেন কেকেআর এ

​নিজস্ব সংবাদদাতাঃ  চোট থেকে মুক্ত। আইপিএলের দ্বিতীয়ার্ধে দেখা যাবে শুভমন গিলকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর চোটে কাবু হন শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ না খেলে ফিরে আসতে ভারতীয় দলের ওপেনারকে। এরপর চলে চোট সারানোর প্রস্তুতি। অবশেষে ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমি শুভমনকে ফিট ঘোষণা করল। যেই খবরে স্বস্তিতে কেকেআর।  খেলার ছাড়পত্রও পেলেন এই তরুণ ব্যাটসম্যান। শুভমনকে রেখেই এবার দল সাজাচ্ছেন কোচ ম্যাককালাম।