নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ বাহিনী পূর্ব দোনেৎস্ক অঞ্চলের ফ্রন্ট লাইনজুড়ে রকেট হামলার উচ্চ গতি বজায় রেখেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, মস্কোর সেনারা ২৪ ঘণ্টার মধ্যে রকেট লঞ্চার ব্যবহার করে ২৩টি হামলা চালিয়েছে। গোলাবর্ষণের কেন্দ্রবিন্দু ছিল দোনেৎস্কের লিমান, বাখমুত, আভদিভকা এবং খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক। ইউক্রেনের সামরিক বাহিনী বাখমুতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কারণ শহরের রাস্তাগুলো ক্রমবর্ধমান আগুনের কবলে পড়েছে। মধ্যাঞ্চলীয় ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ডিনিপ্রো নদীর ওপারে অবস্থিত নিকোপোল শহরে তিনবার গোলাবর্ষণ করা হয়েছে। এতে এক নারী নিহত ও দুইজন আহত হয়েছে।