New Update
/anm-bengali/media/post_banners/o0P74sa9cqlt5B8feG4g.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দায়িত্ব নেওয়ার মাস তিনেকের মধ্যেই চাকরি হারালেন নাথান জোন্স। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল দল সাউদ্যাম্পটনের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন নাথান। লিগ ক্রম তালিকার তলানিতে রয়েছে ক্লাব। এই পরিস্থিতিতে কোচের পদ থেকে সরানো হয়েছে তাকে। ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, সাউদ্যাম্পটন এবং নাথান জোন্সের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়েছে।
#SaintsFC has parted company with Men’s First Team Manager Nathan Jones.
— Southampton FC (@SouthamptonFC) February 12, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us