করোনা আবহে ৪ মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলল হাজারদুয়ারি

author-image
New Update
করোনা আবহে ৪ মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলল হাজারদুয়ারি

নিজস্ব প্রতিনিধি: পর্যটক দের  জন্য খুলে দেওয়া হল হাজারদুয়ারির দরজা। করোনা কারণে প্রায় ৪ মাস বন্ধ ছিল মুর্শিদাবাদের এই পর্যটন কেন্দ্রটি। আজ হাজারদুয়ারির সমস্ত স্মৃতিসৌধ ও প্রদর্শনশালা খুলে দেওয়া হয়েছে। গত ১৬ই এপ্রিল থেকে বন্ধ ছিল এই পর্যটন কেন্দ্রটি।