ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মৃতদেহ ও ত্রাণবাহী যান তুরস্ক থেকে উত্তর-পশ্চিম সিরিয়ায় প্রবেশ করেছে

author-image
Harmeet
New Update
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মৃতদেহ ও ত্রাণবাহী যান তুরস্ক থেকে উত্তর-পশ্চিম সিরিয়ায় প্রবেশ করেছে

নিজস্ব সংবাদদাতাঃ  চলতি সপ্তাহের ভূমিকম্পে নিহত শত শত সিরীয় নাগরিকের মৃতদেহ বহনকারী গাড়ি শনিবার তুরস্ক থেকে উত্তর-পশ্চিম সিরিয়ায় প্রবেশ করেছে। মুখপাত্র মাজেন আলুশ বলেন, অন্তত এক হাজার নিহতের মৃতদেহ বাব আল-হাওয়া অতিক্রম করেছে, যাতে তাদের নিজ দেশে   শেষকার্য করা যায়।











আলুশ আরও বলেন, ত্রাণ ও জ্বালানি বহনকারী অন্যান্য যানবাহনও শনিবার  সীমান্ত ক্রসিং দিয়ে অতিক্রম করেছে, যার মধ্যে রয়েছে চিকিৎসা সহায়তা বহনকারী জাতিসংঘের ২২টি ট্রাক। তুর্কি হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশনের সহযোগিতায় তুর্কি দাতব্য প্রতিষ্ঠান থেকে আরও ১৫টি ট্রাক কাপড়, জল ও খাবার নিয়ে এসেছে।