ফেলিক্সের গোলেও জিতল না চেলসি

author-image
Harmeet
New Update
ফেলিক্সের গোলেও জিতল না চেলসি
নিজস্ব সংবাদদাতা: জোয়াও ফেলিক্সের করা গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। গোল করার জন্য বল বাড়িয়েছিলেন এনজো ফার্নান্দেজ। দুই ফুটবলারকেই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সই করিয়েছিল চেলসি। ফেলিক্সের ১৬ মিনিটের গোলের পর ২৮ মিনিটে গোল শোধ করে দিয়েছিলেন ওয়েস্ট হ্যামের এমরাসন। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি।