দুই বিদেশির চোট, চাপে বাগান

author-image
Harmeet
New Update
দুই বিদেশির চোট, চাপে বাগান

নিজস্ব সংবাদদাতা: খাতায়-কলমে ভালো দল গঠন করেও ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছে না এটিকে মোহন বাগান। চোট রয়েছে দলের দুই খেলোয়াড়ের। অনিশ্চিয়তা রয়েছে হুগো বুমস এবং কার্ল ম্যাকহিউকে কেন্দ্র করে। নকআউট পর্যায়ে পৌঁছানোর জন্য আগামী তিনটি ম্যাচেই জিততে হবে এটিকে মোহন বাগানকে। বর্তমানে ইন্ডিয়ান সুপার লীগ ক্রম তালিকার চতুর্থ স্থানে রয়েছে দল।