তুরস্ক ভূমিকম্প: ভারতীয় নাগরিকের মৃতদেহ উদ্ধার

author-image
Harmeet
New Update
তুরস্ক ভূমিকম্প: ভারতীয় নাগরিকের মৃতদেহ উদ্ধার


নিজস্ব সংবাদদাতা: তুরস্কে ভূমিকম্পের পর থেকে নিখোঁজ ভারতীয় নাগরিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ভূমিকম্পে নিহত ভারতীয় নাগরিকের নাম বিজয় কুমার। 

At least 21, 051 killed in deadly Turkey-Syria earthquakes – ThePrint –  ANIFeed

মালটিয়ার একটি হোটেলের ধ্বংসাবশেষের মধ্যে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তুরস্কে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে ট্যুইট করে এই সংবাদ জানানো হয়েছে।