নিজস্ব সংবাদদাতা: মেয়েদের হার্ড যৌনতা বা রাফ যৌনতা বেশি পছন্দ। যৌনতার সময় সঙ্গীর আঁচড়-কামড়, চুল টেনে ধরা তাঁদের পছন্দ। সঙ্গী যদি তাঁদের দু-হাত বেঁধে সঙ্গম করেন, তা হলে যৌনতৃপ্তি মেলে বেশি। যৌনতার সময় আঁচড়, কামড় রক্ত সঞ্চালনকে তীব্র করে। এর ফলে হৃদস্পন্দন বেড়ে যায়।