/anm-bengali/media/post_banners/T0l6ehXgrOaHWvyE5YXz.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিএসসি ডিগ্রি রয়েছে এমন চাকরি প্রার্থীদের জন্য চাকরির সুযোগ। চক্রতা ক্যান্টনমেন্ট বোর্ডে চলছে নিয়োগ। স্যানিটারি ইনস্পেক্টর হিসাবে চাকরির সুযোগ। মোট শূন্যপদ ৪ টি। বিএসসি ডিগ্রির সঙ্গে হাইজিন এবং স্যানিটেশন বা সমতুল্য বিষয়ে ১ বছরের ডিপ্লোমা করা থাকলে চাকরির জন্য আবেদন করা যাবে।
বয়স- চাকরি প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- ৩৪,৫০০ থেকে ১,১২,৪০০ টাকা।
আবেদন মূল্য হিসাবে জেনারেল চাকরি প্রার্থীর ১০০০ টাকা, প্রাক্তন সেনার ৮০০ টাকা, ওবিসি চাকরি প্রার্থীর ৫০০ টাকা এবং এসসি এবং এসটি চাকরি প্রার্থীর ৩০০ টাকা লাগবে। আবেদনের শেষ দিন ১৯.০২.২০২৩। আরও বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন (https://chakrata.cantt.gov.in/wp-content/uploads/sites/22/2023/01/SCAN0008_page-0002.pdf)। আবেদনের জন্য লিঙ্কে ক্লিক করুন(https://iforms.mponline.gov.in/Profile/Login?ReturnUrl=%2fForm%2fMain%3fexamId%3d64&examId=64)।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us