New Update
/anm-bengali/media/post_banners/Avf57RBzyKDPvKDXghBR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ থিয়াগো সিলভা আরও এক বছরের জন্য চেলসিতে থাকছেন। নতুন চুক্তিতে সই করেছেন ইতিমধ্যে। যার ফলে ২০২৪ সালের গ্রীষ্ম পর্যন্ত ব্লুজের হয়েই মাঠে নামবেন তিনি। চুক্তিবদ্ধ হওয়ার পর থিয়াগো বলেছেন, "ব্লুজের হয়ে খেলা চালিয়ে যেতে পেরে আমি খুবই খুশি। যখন এখানে প্রথম চুক্তি স্বাক্ষর করেছিলাম তখন মাত্র এক বছর খেলার কথা ছিল। এখন এটি চতুর্থ চুক্তি। আমি এটা কল্পনাও করতে পারতাম না।"
Forever Blue @ChelseaFC #2024 pic.twitter.com/gwMjnXyllN
— Thiago Silva (@tsilva3) February 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us