নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা প্রাক্তন হকি তারকার

author-image
Harmeet
New Update
নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা প্রাক্তন হকি তারকার

নিজস্ব সংবাদদাতাঃ ধ্যানচাঁদের শিষ্য ছিলেন টেকচাঁদ যাদব। চিকিৎসার অভাবে প্রয়াত হয়েছেন নিটক আত্মীয়রা। রোজের অন্ন সংস্থান করতে এখন হিমশিম খাচ্ছেন টেকচাঁদ যাদব। একটি কুঁড়েঘরে থাকতে বাধ্য হচ্ছেন তিনি।

 

চিকিৎসা না পাওয়ায় দারিদ্র্যের কারণে টেকচাঁদ তার ৮ মাসের মেয়েকে হারিয়েছেন। মেয়ের পর যক্ষ্মার চিকিৎসার অভাবে তার স্ত্রী মারা যান। সম্প্রতি তার এই দিনযাপন উঠে এসেছে সংবাদ শিরোনামে।