নিজস্ব সংবাদদাতাঃ চলতি বছরের অক্টোবর মাস থেকে অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপ এবং তারপর ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে নিউজিল্যান্ড দলের বোলারদের মেন্টর হিসেবে কাজ করবেন প্রাক্তন কিউয়ি পেসার শেন বন্ড। উল্লেখ্য, শেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের বোলিং কোচ হিসেবে কাজ করেন। তাই কিউয়িরা আশা করবেন, শেন তাঁর আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বকাপের মঞ্চে ভারতকে পরাজিত করতে দলকে সাহায্য করবেন।