নিজস্ব সংবাদদাতা: শনিবার রেল অবরোধের জেরে বাতিল বেশ কিছু ট্রেন । বাতিল হয়েছে টাটানগর-দানাপুর এক্সপ্রেস-সহ বেশ কিছু ট্রেন। রেল অবরোধের জেরে আটকে শতাব্দী এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস,তেভাগা এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন। ঘুরপথে চলছে মুম্বই-হাওড়া মেল, বিলাসপুর-পাটনা এক্সপ্রেস এবং আনন্দবিহার- পুরী এক্সপ্রেস।