শনিবার পরপর ২ বার ভূমিকম্পে কাঁপল তুরস্ক

author-image
Harmeet
New Update
শনিবার পরপর ২ বার ভূমিকম্পে কাঁপল তুরস্ক


নিজস্ব সংবাদদাতা: শনিবার পরপর ২ বার ভূমিকম্পে কাঁপল তুরস্ক। প্রথম ভূমিকম্পটি হয় স্থানীয় সময় ভোর ৩ টে বেজে ৩৮ মিনিটে। ভূমিকম্পটি অনুভূত হয় তুরস্কের আদিয়ামানের সিনসিকে। 

Multiple earthquakes have moved Turkey by few meters, experts explain  reason | Mint

এবার ভূমিকম্প হয়েছে কাহরামানমারাসের আন্দিরিনে। এবার ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২ ম্যাগনিটিউড। স্থানীয় সময় ৪ টে বেজে ৪৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।