New Update
/anm-bengali/media/post_banners/HW3Z3yvinNxmmhlZzTFK.jpg)
নিজস্ব প্রতিনিধি:প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন বলেছেন, স্থানীয়ভাবে কোভিড-১৯-এর একটি মাত্র সংক্রমণকে ডেল্টা ভেরিয়েন্ট বলে সন্দেহ করার পর নিউজিল্যান্ডে মঙ্গলবার থেকে তিন দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।
আর্ডের্ন বলেন, নিউজিল্যান্ড, ছয় মাস ধরে কোনও সংক্রমণ না হওয়ার পর "গেম চেঞ্জার" ডেল্টা স্ট্রেন নিয়ে কোন ঝুঁকি নিতে পারেনি।
"আমরা দেখেছি যদি আমরা এটা আটকাতে ব্যর্থ হই তবে কী হতে পারে। আমরা কেবল একটি সুযোগই পাব," টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণে বলেন আর্ডের্ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us