New Update
/anm-bengali/media/post_banners/lb6oLCVw7ZSmjlnH8sm7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পুরনো একটি ভিডিও ফের ভাইরাল সামাজিক মাধ্যমে। আলোচিত এই ভিডিওতে দেখা গিয়েছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ জিভিএল নরসিমা রাওকে একটি গরু লাথি মেরেছে। এর আগে পশু কল্যাণ বোর্ড একটি বিজ্ঞপ্তি জারি করেছিল যে ১৪ ফেব্রুয়ারি 'কাউ হাগ ডে' হিসাবে পালন করা উচিৎ। গত ৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ভারতীয় পশু কল্যাণ বোর্ডের ১৪ ফেব্রুয়ারি 'কাউ হাগ ডে' পালনের সুপারিশ অনুমোদন করেন। তিনি আরও বলেন, গরুর প্রতি সবার ইতিবাচক মনোভাব থাকা দরকার।
BJP MP GVL Narasimha Rao kicked by Cow at Guntur mrichiyard #BJPpic.twitter.com/dFM14dgcoU
— Sudhakar Udumula (@sudhakarudumula) December 10, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us