দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : আইসিডিএস সেন্টারে এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ মিড ডে মিল।সমস্যা সমাধানের আশ্বাস বিডিওর। প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে মিড ডে মিলের খাবার।তাই এলাকাবাসীরা স্কুলের সামনেই বসেছে ধর্নায়৷সমস্যার সমাধানের আশ্বাস বিডিওর।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ছিনা আইসিডিএস কেন্দ্রের।এই কেন্দ্রে গর্ভবতী মহিলা ১২ জন এবং পড়ুয়া ৫০ জনের বেশি রয়েছে। প্রতিদিন তাদের খাবার যেত।কিন্তু গত ২৬ ডিসেম্বর থেকে পুরো খাবার বন্ধ।এলাকাবাসীরা বিভিন্ন জায়গায় জানানোর পর বিডিওর দ্বারস্থ হয়েছেন। স্কুলের সামনে বসেছেন আন্দোলনে।কি কারণে এই অবস্থা তা খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দিয়েছেন সবং ব্লকের বিডিও তুহিন শুভ্র মহান্তি৷ কিন্তু কি কারণে বন্ধ হলো পরিষেবা তা নিয়েও ধন্ধে রয়েছেন এলাকাবাসী ও অভিভাবকরা।