ইউক্রেনের জাপোরিঝিয়া ও খারকিভে ৩৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

author-image
Harmeet
New Update
ইউক্রেনের জাপোরিঝিয়া ও খারকিভে ৩৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া শহর ও উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে ৩৫ টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, "শত্রুরা খারকিভ অঞ্চল এবং জাপোরিঝিয়া অঞ্চলে ৩৫টি এস-৩০০  ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, যা আকাশ প্রতিরক্ষা দিয়ে ধ্বংস করা যাবে না।" সোভিয়েত আমলের এস-৩০০ যুদ্ধবিমানটি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সময় স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে রাশিয়া কর্তৃক অপরিশোধিতভাবে পুনর্নির্মাণ করা হয়েছে। রুশ বাহিনী বেলগোরদে সীমান্তের ওপারে এবং দক্ষিণ ইউক্রেনের অধিকৃত শহর তোকমাক থেকে সি-৩০০ ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপ করেছে। বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতারাতি কৃষ্ণ সাগর থেকে ইরানের তৈরি সাতটি শাহেদ ড্রোন এবং ছয়টি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে।