নিজস্ব সংবাদদাতা: প্রকাশিত হল ২০২২ সালের টেটের রেজাল্ট। টেটে প্রথম হয়েছেন বর্ধমানের ইনা সিংহ, তার প্রাপ্ত নম্বর ১৩৩। দ্বিতীয় হয়েছেন চারজন এবং তৃতীয় হয়েছেন ৪জন। প্রথম থেকে দশম স্থানে রয়েছেন ১৭৭জন। দুপুর তিনটে ওয়েবসাইটে জানা যাবে টেটের রেজাল্ট, জানাল পর্ষদ। এবছর মোট ৬ লক্ষ ২০ হাজার জন টেট পরীক্ষা দিয়েছে।