তুরস্কে অপারেশন 'দোস্ত', ভারতীয় সেনার মহিলা অফিসারকে জড়িয়ে ধরলেন তুরস্কের মহিলা

author-image
Harmeet
New Update
তুরস্কে অপারেশন 'দোস্ত', ভারতীয় সেনার মহিলা অফিসারকে জড়িয়ে ধরলেন তুরস্কের মহিলা

নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কে অপারেশন 'দোস্ত' শুরু করেছে ভারত। ভারত থেকে খাবার, ওষুধের পাশাপাশি সেনাবাহিনীর একের পর এক দলকে পাঠানো হচ্ছে তুরস্কে। বিপর্যয় মোকাবিলাকারী দলের পাশাপাশি ভারতীয় সেনা দিনরাত এক করে তুরস্কে উদ্ধার কাজ চালাচ্ছে। সেদেশের মানুষকে যাতে নিরাপদে ধ্বংসাবশেষের নীচ থেকে বের করে আনা যায়, সেই চেষ্টা শুরু করেছে ভারতীয় সেনা। অপারেশন দোস্ত-এর মাধ্যমে ভারত যখন তুরস্কের পাশে দাঁড়াচ্ছে, সেই সময় ভারতীয় সেনাবাহিনীর এক মহিলা অফিসারকে ধন্যবাদ জানিয়ে তাঁকে জড়িয়ে ধরলেন তুরস্কেের এক মহিলা। তুরস্কের পাশে ভারত যেভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সাহায্য করছে, তার জেরেই সেনাবাহিনীর ওই মহিলা অফিসারকে ভালবাসা জানানো হয়। সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।