আজ সবথেকে ছোট স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে ISRO

author-image
Harmeet
New Update
আজ সবথেকে ছোট স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে ISRO



নিজস্ব সংবাদদাতাঃ
আজ সবথেকে ছোট স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ আজ সকাল ৯টা ১৮ মিনিটে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (এসএসএলভি-ডি২) উৎক্ষেপণ করতে চলেছে ইসরো। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে ছোট উপগ্রহ উৎক্ষেপণের জন্য ডিজাইন করা এই ক্ষুদ্রতম রকেটটি উৎক্ষেপণ করা হবে। এটি এসএসএলভির দ্বিতীয় সংস্করণ বলে জানানো হয়েছে ইসরোর তরফে।