কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন টিএস শিবজ্ঞানম!

author-image
Harmeet
New Update
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন টিএস শিবজ্ঞানম!

নিজস্ব সংবাদদাতাঃ খুব শীঘ্রই নতুন প্রধান বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি টিএস শিবজ্ঞানমকে নিয়োগের সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম।











 উল্লেখ্য, বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব আগামী ৩০ শে মার্চ অবসর গ্রহণ করছেন। এদিকে প্রকাশ শ্রীবাস্তবের জায়গায় কে আসবেন তা নিয়ে আগেই উত্তরসূরির নাম সুপারিশ করেছে দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়াম বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আগামী ৩০ মার্চ বিচারপতি হিসাবে মেয়াদ শেষ হচ্ছে প্রধান বিচারপতি শ্রীবাস্তবের। ওই পদে দায়িত্ব নেবেন বিচারপতি শিবজ্ঞানম।











 এই তিন বিচারপতি হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও বিচারপতি কে এম জোসেফ। প্রসঙ্গত, দীর্ঘ প্রায় ২৩ বছর আইনজীবী পেশায় থাকার পর ২০০৯ সালে মাদ্রাজ হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি শিবজ্ঞানম।