New Update
/anm-bengali/media/post_banners/rryqoNhJPHgUJGJ494Ob.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার ছত্তিশগড়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, বৃহস্পতিবার ছত্তিশগড়ের কাঁকের জেলার কোরার গ্রামের কাছে স্কুল পড়ুয়া বহনকারী একটি অটোকে ধাক্কা মারে একটি ট্রাক। আর এই ট্রাকের ধাক্কায় সাত জন পড়ুয়া নিহত এবং এক অটোচালক আহত হয়েছেন। বাকি আহত ছাত্রদের কোরারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বস্তারের আইজি পি সুন্দররাজ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us