তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে

author-image
Harmeet
New Update
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৭ হাজার ১৭৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানতেপের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে বলেছেন, তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৪ হাজার ১৪ জনে দাঁড়িয়েছে। 'হোয়াইট হেলমেটস' সিভিল ডিফেন্স গ্রুপের মতে, সিরিয়ায় মোট মৃতের সংখ্যা কমপক্ষে ৩,১৬২ জন, যার মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ১,৯০০ জন এবং সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে ১,২৬২ জন মারা গেছেন।