নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ ভূমিকম্পে সরকারের প্রতিক্রিয়া নিয়ে অনলাইনে সমালোচনা বেড়ে যাওয়ায় তুরস্কে টুইটার বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম netblocks.org জানিয়েছে, তুরস্কের একাধিক ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে টুইটারকে নিষিদ্ধ করা হয়েছে। জানা গেছে, সোমবার ভূমিকম্পের পর থেকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রশাসনের দুর্যোগ মোকাবিলা নিয়ে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে, আর সেই ঘটনার প্রেক্ষিতেই তুরস্কে বন্ধ হল টুইটার।