তুরস্কের জন্য যাত্রা করা বিমানের পরিদর্শন করলেন বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরালীধরন

author-image
Harmeet
New Update
তুরস্কের জন্য যাত্রা করা বিমানের পরিদর্শন করলেন বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরালীধরন


নিজস্ব সংবাদদাতা: ভারতীয় বিমানবাহিনীর সি১৭ গ্লোবমাস্টার বিমান চিকিৎসা সরঞ্জাম, রেশন এবং ত্রাণ সরঞ্জাম সহ চলমান 'অপারেশন দোস্ত' এর অংশ হিসাবে তুরস্কের জন্য যাত্রা করেছে।

What caused the earthquake in Turkey and Syria : NPR

 গাজিয়াবাদের হিন্দন বিমানবন্দর থেকে বিমানটি যাত্রা করে। তার আগে বিমানটি পরিদর্শন করেন বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরালীধরন। ভারত তুরস্কের পাশে রয়েছে বলে জানিয়েছেন তিনি।