তুরস্ক, সিরিয়া ভূমিকম্প: দাতা সম্মেলন আয়োজন করার পরিকল্পনা ইইউ-এর

author-image
Harmeet
New Update
তুরস্ক, সিরিয়া ভূমিকম্প: দাতা সম্মেলন আয়োজন করার পরিকল্পনা ইইউ-এর


নিজস্ব সংবাদদাতা: ইইউ বিধ্বংসী ভূমিকম্পের পর সিরিয়া ও তুরস্কের জন্য আন্তর্জাতিক সহায়তা জোগাড় করার জন্য একটি দাতা সম্মেলনের আয়োজন করার পরিকল্পনা করেছে। ইইউ প্রধান উরসুলা ভন ডার লেইন বুধবার এই বিষয়ে জানিয়েছেন। 

Thousands Killed In Turkey, Syria Earthquake. Why Was It So Severe?

তিনি বলেন, "আমরা এখন একসঙ্গে জীবন বাঁচানোর জন্য ঘড়ির কাঁটার বিরুদ্ধে দৌড়াচ্ছি। তুর্কি এবং সিরিয়া ইউরোপীয় ইউনিয়নের ওপর নির্ভর করতে পারে"।