"টেবিলের বাইরে কিছুই নেই", ইউক্রেনকে সহায়তার বিষয়ে ঋষি সুনাক

author-image
Harmeet
New Update
"টেবিলের বাইরে কিছুই নেই", ইউক্রেনকে সহায়তার বিষয়ে ঋষি সুনাক


নিজস্ব সংবাদদাতা: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বুধবার জানিয়েছেন, ইউক্রেনের জন্য সামরিক সহায়তার ক্ষেত্রে টেবিলের বাইরে কিছুই নেই। আলোচনার মাধ্যমেই ইউক্রেনকে সাহায্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সুনাক। 

Zelensky, in London, wins pledge to train pilots on NATO jets - The  Jerusalem Post

উল্লেখ্য, রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ইইউ নেতাদের সাথে আলোচনার আগে সাহায্যের জন্য তার দাবি বাড়িয়েছেন। এই বিষয়ে জানাতে গিয়েই এই কথা বলেছেন ঋষি সুনাক।