সাধারণ মানুষের দুয়ারে নামকরা বহু ডাক্তার

author-image
Harmeet
New Update
সাধারণ মানুষের দুয়ারে নামকরা বহু ডাক্তার

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বুধবার থেকে রাজ্যে শুরু হয়েছে 'দুয়ারে ডাক্তার' প্রকল্প। এই প্রকল্পের প্রথম শিবির পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকে। প্রশাসনিক সূত্রে জনা গিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার ২ দিন ধরে চলবে শিবির। প্রথম দিনের শিবির পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লক ডেভলপমেন্ট অফিসের রবীন্দ্র ভবন এবং খাজরা হাইস্কুলে।

 

দুই দিনের শিবিরে অংশ নেবেন এসএসকেএম হাসপাতালের ৪৫ জন চিকিৎসক। মঙ্গলবারই কেশিয়ারি পৌঁছে গিয়েছেন ৪৫ জন চিকিৎসক। প্রত্যন্ত গ্রামগঞ্জের মানুষ যাতে রাজ্যের প্রথম সারির সরকারী হাসপাতালের চিকিৎসকদের পরিষেবা পান, সেই কারণেই দুয়ারে ডাক্তার প্রকল্প। প্রাথমিকভাবে এই জেলায় শিবির শুরু হলেও পরবর্তীকালে অন্য জেলাগুলিতেও শিবির শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।