নিজস্ব সংবাদদাতা: ন্যাচারাল লুকই এখন বর্তমানে ট্রেন্ডিং। তাই বর্তমানে মেকআপ, ফাউন্ডেশন থেকে শুরু করে লিপস্টিক, ন্যুড এবং ন্যাচারাল টোনকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ভ্যালেন্টাইন্স ডে-র মেকআপে কিছু মৌলিক বিষয়ের যত্ন নেওয়া প্রয়োজন। তারমধ্যে মুখের তৈলাক্ত অংশ যেমন নাক, চিবুক এবং কপালে বেশি মনোযোগ দিতে হবে।