New Update
/anm-bengali/media/post_banners/DJsJtYlxiPPewvmngDDV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আদানি ইস্যু সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে বুধবার সরগরম হয়ে উঠেছে পার্লামেন্টের দুই কক্ষই। রাজ্যসভায় এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, 'আমি যদি সত্য বলি, তাহলে সেটা কি দেশ বিরোধী? আমি দেশদ্রোহী নই। আমি এখানকার সবার চেয়ে বেশি দেশপ্রেমিক। আমি একজন 'ভূমিপুত্র'... এই সরকার দেশকে লুট করছেন এবং আমাকে বলছেন যে আমি দেশদ্রোহী।' খাড়গে এদিন প্রশ্ন তোলেন যে কেন এই সরকার আদানিকে সাহায্য করছে? বিজেপির তরফে পীযূষ গোয়েল বলেন, 'বিরোধীরা যেটা অভিযোগ করছে সেটার কি কোনও প্রমাণ আছে তাঁদের কাছে?' অন্যদিকে লোকসভায় রাহুল গান্ধীর অভিযোগ প্রসঙ্গে রবি শঙ্কর প্রসাদ বলেন, 'ইউপিএ সরকারের আমলে আদানি গ্রুপ কীভাবে টেন্ডার পেয়েছিল, তা নিয়ে রাহুল গান্ধী সংসদকে বিভ্রান্ত করেছেন।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us