আদানি ইস্যুতে আজও তৃণমূল সাংসদদের ধর্না অব্যাহত

author-image
Harmeet
New Update
আদানি ইস্যুতে আজও তৃণমূল সাংসদদের ধর্না অব্যাহত



নিজস্ব সংবাদদাতাঃ 
আদানি ইস্যুতে আজ অর্থাৎ বুধবারও তৃণমূল সাংসদদের ধর্না অব্যাহত রয়েছে। এদিন সংসদ মার্গে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসের সামনে ধর্না দেন সাংসদরা। মুখে কালো কাপড় বেঁধে ধর্না প্রদর্শন করেন তৃণমূলের সাংসদরা।