New Update
/anm-bengali/media/post_banners/g3GBGt1451XvFuJ0rwqO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি আবগারি নীতি মামলায় আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। দিল্লি আবগারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নে এবং হায়দ্রাবাদের পাইকারি ও খুচরা লাইসেন্সধারী এবং তাদের বেনিফিশিয়াল মালিকদের ভুল ভাবে লাভবান করার অভিযোগে হায়দ্রাবাদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বুচিবাবু গোরন্তলাকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই জানিয়েছে, হায়দ্রাবাদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বুচিবাবু গোরন্তলাকে আজ আদালতে হাজির করা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us