​নিজস্ব সংবাদদাতাঃ ভাই কিংবা দাদার মঙ্গল কামনা করে রাখি পূর্ণিমার দিন তাদের হাতে রাখি বেঁধে দেন বোন অথবা দিদিরা। তবে রাখি কেনার আগে জেনে নিন, কোন রঙের রাখি আপনার ভাই কিংবা দাদার জীবনে সুখ নিয়ে আসবে। রাশি দেখে কিনুন রাখি।
​মেষ - লাল রঙের রাখি।
​বৃষ - সাদা রঙের রাখি।
​মিথুন - সবুজ রঙের রাখি।
​কর্কট - সাদা কিংবা হলুদ রঙের রাখি।
​সিংহ - লাল কিংবা হলুদ রঙের রাখি।
​কন্যা - সবুজ রং মঙ্গল। তাই সবুজ রাখি।
​তুলা - নীল বা সাদা রঙের রাখি।
বৃশ্চিক - লাল বা গোলাপি রঙের রাখি।
​ধনু - সোনালি বা হলুদ রঙের রাখি।
​মকর - নীল রঙের রাখি শুভ।
​কুম্ভ - নীল রঙের রাখি বাঁধুন।
​মীন - উজ্জ্বল হলুদ বা সবুজ রঙের রাখি।