নিজস্ব সংবাদদাতা: দোরগোড়ায় ভ্যালেন্টাইনস ডে। সেই সঙ্গে মনের মানুষটাকে খুশি করার জন্য নানা উপহার দেওয়া তো আছেই। ফলে সঙ্গীকে খুশি করার উপহারটা কিনে রাখাই যেতে পারে। মাত্র ১৫০০টাকায় আপনি আপনার সঙ্গীকে দিতে পারেন ইয়ারবাডস, হ্যান্ডব্যাগ কিংবা স্লিং ব্যাগ, মেনস গ্রুমিং কিট, ওয়্যারলেস মিনি স্পিকার-সহ নানা উপহার।