জানুন ভ্যালেন্টাইন উইকের সম্পূর্ণ তালিকা

author-image
Harmeet
New Update
জানুন ভ্যালেন্টাইন উইকের সম্পূর্ণ তালিকা

নিজস্ব সংবাদদাতা: শুরু হয়েছে ভ্যালেন্টাইন্স উইক। ৭ থেকে ১৪ই ফেব্রুয়ারি পালন হয় এই প্রেমের সপ্তাহ। ভ্যালেন্টান্স উইককে 'লাভ উইকও' বলা হয়। এই সপ্তাহের প্রথম দিন রোজ ডে। এরপর প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে এবং শেষ দিন ভ্যালেন্টান্স ডে। গোটা বিশ্বে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়।