New Update
/anm-bengali/media/post_banners/xofA2AltmyC4OQziMWL4.jpg)
নিজস্ব সংবাদদাতা: গ্রেফতার করা হল রাখি সাওয়ান্তের স্বামী আদিল দুররানিকে। রাখির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে মুম্বাইয়ের ওশিওয়ারা থানার পুলিশ।
রাখি আদিলের বিরুদ্ধে অর্থ ও গয়না ছিনিয়ে আনার অভিযোগ এনেছেন। এছাড়াও আদিলের বিরুদ্ধে তাকে মারধর করার অভিযোগও এনেছে রাখি।