ত্রিপুরায় অভিষেক, সুস্মিতা দেবের ওপর হামলা হয়েছেঃ মমতা

author-image
Harmeet
New Update
ত্রিপুরায় অভিষেক, সুস্মিতা দেবের ওপর হামলা হয়েছেঃ মমতা


নিজস্ব সংবাদদাতাঃ
বিধানসভা ভোটকে পাখির চোখ করে ত্রিপুরার আগরতলায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য পেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'বাংলা ও ত্রিপুরার সংস্কৃতিতে কোনও পার্থক্য নেই। এখানে অত্যাচারী সিপিএমের সরকার ছিল। ত্রিপুরায় অভিষেক, সুস্মিতা দেবের ওপর হামলা হয়েছে। অভিষেক, সুস্মিতার নামে গাদাগাদা কেস হয়েছে। তৃণমূল পতাকা লাগালেও ছিঁড়ে দেওয়া হয়েছে। ভোট মিটলেই সব উধাও হয়ে যায়। বাংলায় বাম-বিজেপি-কংগ্রেস সব এক। আগেরবার সিপিএমের কমরেডরা বিজেপি হয়ে গিয়েছিলেন, এবার তারা আবার সিপিএম হয়েছে। ত্রিপুরার মাতাবাড়ি মন্দিরে গত কয়েক বছর কোনও কাজ হয়নি, কিন্তু দক্ষিণেশ্বরে গিয়ে দেখুন কত কাজ হচ্ছে।'