শিয়রে বিধানসভা ভোট, ঠাসা কর্মসূচি নিয়ে ত্রিপুরায় হাজির রাজনাথ সিং

author-image
Harmeet
New Update
শিয়রে বিধানসভা ভোট, ঠাসা কর্মসূচি নিয়ে ত্রিপুরায় হাজির রাজনাথ সিং


নিজস্ব সংবাদদাতাঃ
ত্রিপুরায় পৌঁছালেন প্রতিরক্ষামন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং। তিনি আজ অর্থাৎ মঙ্গলবার উনাকোটি ও পশ্চিম ত্রিপুরা জেলায় বিজেপির 'বিজয় সংকল্প' সমাবেশে ভাষণ দেবেন। এদিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপি নেতা বিপ্লব দেব সহ প্রমুখ। উত্তর-পূর্বের তিনটি রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে নির্বাচনী প্রচার জোরদার হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সব দলের রাজনৈতিক নেতারা প্রচারের কাজে কোমর বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। এদিকে বিজেপি নেতা ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার ত্রিপুরায় দুটি করে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।