সিরিয়া ভূমিকম্প: শোক প্রকাশ নরেন্দ্র মোদীর

author-image
Harmeet
New Update
সিরিয়া ভূমিকম্প: শোক প্রকাশ নরেন্দ্র মোদীর


নিজস্ব সংবাদদাতা: সিরিয়ার ভূমিকম্পের বিষয়ে এবার শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Turkey, Syria Earthquake: Horrifying Videos Show Tragic Scenes Of Death And  Destruction | Watch

তিনি বলেন, "বিধ্বংসী ভূমিকম্প সিরিয়াকেও প্রভাবিত করেছে জেনে গভীরভাবে বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমরা সিরিয়ার জনগণের দুঃখ ভাগ করে নিচ্ছি এবং এই কঠিন সময়ে সাহায্য ও সমর্থন প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি"।

Waiting for my two sons...': Turkey-Syria earthquake survivors' stories |  World News - Hindustan Times