মুলতবি করা হয়েছে রাজ্যসভা

author-image
Harmeet
New Update
মুলতবি করা হয়েছে রাজ্যসভা


নিজস্ব সংবাদদাতা: মুলতবি করা হল রাজ্যসভা। আদানি বিতর্ক নিয়ে বিরোধী দলগুলির হট্টগোলের কারণে মুলতবি করা হয়েছে রাজ্যসভা। 

Rajya Sabha, Lok Sabha To Resume Simultaneous Functioning From March 14

৭ ফেব্রুয়ারি সকাল ১১ টা পর্যন্ত রাজ্যসভা মুলতবি থাকবে। উল্লেখ্য, রাজ্যসভার প্রশ্নত্তোর পর্ব চলাকালীন আদানি বিতর্ক নিয়ে বিরোধী দলগুলি একজোটে কেন্দ্র সরকারকে আক্রমণ শুরু করে।