/anm-bengali/media/post_banners/Ufnn3qHWMGbKUDwCIjB4.jpg)
নিজস্ব সংবাদদাতা: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পঞ্চম শ্রেণী পাসে সরকারি চাকরির সুযোগ। নাসিরাবাদ ক্যান্টনমেন্ট বোর্ডে চলছে নিয়োগ। হেল্পার (১), বেলদার(৫), মালি(২), গার্ডনার(১), পিয়ন/টার্মিনাল ট্যাক্স পিয়ন(৪), চৌকিদার(২), সাফাইওয়ালা/খননকারীর(১৯) পদে চলছে নিয়োগ।
বয়স: চাকরি প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। ওবিসি চাকরি প্রার্থীরা ৩ বছর এবং এসসি ও এসটি চাকরি প্রার্থীরা ৫ বছরের বয়সের ছাড় পাবে।
বেতন- ১৭,৭০০ - ৫৬,২০০।
আবেদনের জন্য জেনারেল এবং ওবিসি চাকরি প্রার্থীদের ৩০০ টাকা করে লাগবে। এসিসি, এসটি, প্রাক্তন সেনা, বিধবা/ডিভোর্সি/আইনত বিচ্ছেদ হওয়া নারী, প্রতিবন্ধী, ট্রান্সজেন্ডার এবং বিভাগীয় প্রার্থীদের কোনও টাকা লাগবে না। আবেদনের শেষ দিন ২০.০২.২০২৩। আবেদনের জন্য আবেদন পত্র সহ শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ সার্টিফিকেট, ৩০ টাকার টাকা পোস্টাল স্ট্যাম্প, পাসপোর্ট সাইজের ছবি ক্যান্টনমেন্ট বোর্ড, নাসিরাবাদ, জেলা - আজমির, রাজস্থান - ৩০৫৬০১ ঠিকানায় পাঠাতে হবে (হাতে বা চিঠিতে)। আবেদন পত্রের জন্য লিঙ্কে ক্লিক করুন (https://nasirabad.cantt.gov.in/wp-content/uploads/sites/75/2022/12/03_Application_Form_Eng.pdf)। বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন (https://nasirabad.cantt.gov.in/wp-content/uploads/sites/75/2023/01/01_Detailed_Notice_Eng.pdf)।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us