আদানি ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া চাই আমরা: মল্লিকার্জুন খার্গে

author-image
Harmeet
New Update
আদানি ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া চাই আমরা: মল্লিকার্জুন খার্গে

নিজস্ব সংবাদদাতাঃ আজ ফের আদানি ইস্যু নিয়ে উত্তাল সংসদ। আজ এই বিষয়ে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খার্গে বলেছেন, 'আমরা আমাদের নোটিশ নিয়ে আলোচনার দাবি জানাই। আমরা বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত। আমরা চাই এই ইস্যুটিকে যথাযথ গুরুত্ব দেওয়া হোক। প্রধানমন্ত্রী মোদী এই বিষয়ে একটি উত্তর দেবেন বলে আমরা আশা করছি।' প্রসঙ্গত উল্লেখ্য, এদিন বিরোধী সাংসদরা সংসদ চত্বরে গান্ধী মূর্তির কাছে প্রতিবাদে জড়ো হয়েছেন। আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) বা সুপ্রিম কোর্টের কাছে তদন্তের দাবি জানিয়েছেন তারা।